• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিত ঝড়ে ভেসে গেল আফগানিস্তান, হার ৮ উইকেটে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ এএম
ক্রিকেট ব্যাট
ব্যাট উচিয়ে দর্শকদের সেঞ্চুরি করার অভিনন্দনের জবাব দিচ্ছেন রোহিত শর্মা

নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তানের দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আফগানিস্তানকে সহজেই হারিয়েছে। ম্যাচ জিততে ভারতের সামনে ছিল ২৭৩ রানের টার্গেট। টিম ইন্ডিয়া ৩৫ ওভারে ২ উইকেটে ২৭৩ রান করে ম্যাচ জিতে নেয়। টস জিতে আফগানিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংটা তারা করে সাধ্যমতই। 

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন হাসমুতল্লা শাহিদি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আজমতুল্লাহ ওমরজাই ৬২।মিডেল অর্ডার এই দুই ব্যাটারের কারণেই আফগানিস্তার ২৫০ রানের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়। তবে দিনটি ছিল রোহিত শর্মার। তার ব্যাট যখন কথা বলে তখন বিপক্ষ দলের সব লক্ষ্যই ছোট হয়ে পড়ে। সেটাই দেখা গেছে রোহিতের ব্যাটিংয়ে।

৫০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় ৩৫ ওভারে। ব্যাটিং করে রেকর্ডের বন্যায় ভাসিয়ে দেন রোহিত শর্মা। ৮৪ বলে করেন ১৩১ রান। যার মধ্যে ছিল ১৬ টি চারের মার ও ৫ ছক্কা। তারকা ক্রিকেটার বিরাট কোহলিও হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।  

খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচতি হয়েছেন রোহিত শর্মা।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image