নিউজ ডেস্ক: ফ্রিল্যান্সারদের কোনো উৎস কর দিতে হবে না। সম্প্রতি একটি মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শনিবার বিএফএস ক্লাউড এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, দেশের ফ্রিলান্সাররা বিদেশ থেকে উপর্জিত রেমিটেন্সের ওপর ৪ পারসেন্ট ইনসেনটিভ পান। এ দেশে উৎপাদিত ডেটা সংরক্ষণ এখানেই করতে পারলে বিলিয়ন ডলার ব্যবসার সুযোগ রয়েছে। ব্যাংকিং সফটওয়্যার, আদালত, স্বাস্থ্যসহ স্পর্শকাতর ডেটা দেশের মাটিতে সংরক্ষণ করতে ক্লাউড স্টোরেজের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
দেশের ক্লাউড স্টোরেজ কোম্পানি থেকে বর্তমানে ৮টি ব্যাংক সেবা নিচ্ছে। এ ব্যবস্থা উন্নত করতে নিরাপত্তা, বিশ্বস্ততা, ব্যবসার ধারাবাহিকতা প্রয়োজন। অনলাইন জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে বলেও জানান বক্তারা।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: