• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মেসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম
মায়ামিতে যোগ দিলেন
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

নিউজ ডেস্ক : আনুষ্ঠানিকভাবে মায়ামিতে যোগ দিলেন লিওনেল মেসি। আগের ঘোষণা অনুসারে, দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে যোগ দিলেন এই আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে মায়ামি। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। খবর এনডিটিভির 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে পেতে সৌদি প্রো লিগের ক্লাব আল হেলাল দিয়েছিল লোভনীয় প্রস্তাবও। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত জুনে মেসি জানান, আমেরিকায় পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।

চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।

মায়ামির হয়ে মেসি প্রথমবারের মতো মাঠে নামতে পারেন আগামী ২১ জুলাই। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image