• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্যামপুরে ২৮ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৬ পিএম
শ্যামপুরে ২৮ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
ঢাকা জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসের অন্তর্গত কদমতলী মৌজার শ্যামপুর বড়ইতলায় (বড়ইতলা রেলগেটের পাশে) সিটি ১নং খাস খতিয়ানের ৭৫৬ ও ৭৫৭ দাগে মোট ৬৩.০৪ শতাংশের এই জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি টাকা।

শনিবার (০২ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার শ্যমপুরে সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান ।

এ সময় খাসজমি উদ্ধার করে ঢাকার জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন মিরপুর সার্ভেয়ার, দনিয়া ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা-কর্মচারী, অবৈধ দখলে থাকা একটি পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন। সরকারি খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image