• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাইবান্ধায় ‘নির্বাচন এলেই বাড়ে সাইবার বুলিং’


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
গাইবান্ধায় ‘নির্বাচন এলেই বাড়ে সাইবার বুলিং’
গোলটেবিল বৈঠক

গাইবান্ধা প্রতিনিধি : ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং বাড়ছে। নির্বাচন এলেই সবার মধ্যে এ নিয়ে আতংক কাজ করে। শিশুদের মনেও গুজব বিষবাস্প ছড়াচ্ছে। সবাইকে সাইবার বুলিং, কুতথ্য, গুজব নিয়ে সতর্ক থাকতে হবে।’

সোমবার (১১ ডিসেম্বর) অবলম্বন কনফারেন্স রুমে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে ‘সমাজে কুতথ্য ও নাগরিকদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে স ালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী এবং ধারণাপত্র উপস্থাপন করেন নারীনেত্রী অঞ্জলী রানী দেবী। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

বৈঠকে বক্তারা আরও বলেন, সমাজে শিশুদের মনে বিষবাস্প প্রবেশ করানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এ কারণেই বাড়ছে।  বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়ালোশন হয়। সেগুলো প্রতিরোধে এখনই সচেতন না হলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আরো ঝুকিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা।

জনউদ্যোগ গাইবান্ধার আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে বৈঠকে আরও আলোচনা করেন  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান,  পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক কামাল, শিক্ষক সাখোয়াত হোসেন, অশোক সাহা, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, গোলাম রব্বানী মুসা, জিআরডিএঅ এর নির্বাহী পরিচালক আসাদুর রহমান, সেভ দ্যা চিলড্রেন এর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী নাজমা বেগম ও ইয়্যুথ ফোরামের সুচিত্রা মুর্মু তৃষ্ণা প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image