
রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি-জামায়াত ডাকা ৩দিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) শহরের ট্রাফিক মোড়ে প্রাইম ব্যাংকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, পৌর শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম কাকনসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে বেলা ১১টায় লক্ষ্মীপুর চাঁদপুর মহাসড়কের ভূঁইয়া রাস্তার মাথায় জেলা যুবদলের সদস্য সুজন পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি শাহরিয়ার ফয়সালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এবং মিছিল শেষে তাদেরকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা যায়।
সেসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় ও বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
শহরে জনজীবন স্বাভাবিক থাকলেও ছেড়ে যাইনি দূরপাল্লার কোনো বাস।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: