
নিউজ ডেস্ক: নরওয়েজিয়ান লেখক জন ফস এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার নোবেল কমিটি সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে (সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৩)। ফসকে তার উদ্ভাবনী নাটক এবং গল্পের জন্য সম্মানিত করা হয়।
নোবেল কমিটি স্বীকৃতি দিয়েছে যে জন ফসের নাটক এবং গল্পগুলি তাদের কণ্ঠস্বর দিয়েছে যারা নিজেদের প্রকাশ করতে পারেনি। তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে অটাম'স ড্রিম।
প্রসঙ্গত, নোবেল পুরস্কারে নগদ পুরস্কার দেওয়া হবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার, যার অর্থ আনুমানিক ৮ কোটি টাকা। এই পরিমাণ বিজয়ীদের ১০ ডিসেম্বর দেওয়া হবে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য ৩৫১ জন প্রার্থী রয়েছেন। ১৯০১ সালে নোবেল পুরষ্কার প্রদানের পর থেকে, ২০২৩ সাল নাগাদ ওষুধের ক্ষেত্রে ২২৭ জনকে সম্মানিত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: