
নিউজ ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকার ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে কুতুবখালী টোল প্লাজা সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, তিনি ভবঘুরে। অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: