
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ১ জনের মৃত্যু হয়েছে । বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
শুক্রবার ভোরে বরিশাল সদরের জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় এ ঘটনা পারি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতার নিশ্চিত করেন।
মৃত মো. আলাম ঘরামী (৪৮) সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের প্রয়াত মো. সেকান্দার আলী ঘরামীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। শেষ দিকে আলামসহ তিনজন পাম্পের পাশে পুটি মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং আলাম ঘরামি বিদ্যুৎ স্পৃষ্ট হন।
দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: