
নিউজ ডেস্ক: সারাদেশে হঠাৎ করে বেড়ে গেল পেঁয়াজের দাম। শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
পেঁয়াজের এই দাম বৃদ্ধি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায় প্রতিবেশী দেশ পেঁয়াজের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আর এ কারণে দেশের বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যায়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, এক বছরের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১৩ শতাংশ, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১১৪ শতাংশ।
খুলনা মহানগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি আলু ৫০ টাকা, প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি হয়েছে।
গত দুইদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: