• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গণঅধিকার পরিষদের সভাপতি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম
গণঅধিকার পরিষদের
সভাপতি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ

নিজস্ব প্রতিবেদক : পাল্টা-পাল্টি বহিষ্কারের মধ্যে গণঅধিকার পরিষদের নতুন নেতৃত্ব ঠিক করতে প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে সভাপতি পদে ১৬২ ভোট পড়েছে আর সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পড়েছে। এতে সভাপতি হিসেবে নুরুল হক নুর পেয়েছেন ১৩৫ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে রাশেদ খান পেয়েছেন ১০৯ ভোট।

সোমবার (১০ জুলাই) ফকিরাপুলের প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটার সংখ্যা ১২৬। বাকিরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

এরপর ভোট গণনার শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন ব্যবস্থা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।

এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়াও উচ্চতর পরিষদে ৮টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image