• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আমগাছের চারা রোপণ করলেন বর্তমান ও সাবেক ১১ প্রধান বিচারপতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৩ এএম
মিলনমেলায় চারাগুলো রোপণ করেন
বর্তমান ও সাবেক ১১ প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক:  উন্নত জাতের আমগাছের ১১টি চারা রোপণ করেছেন বর্তমান ও সাবেক ১১ জন প্রধান বিচারপতি। রোববার বিকেলে রাজধানীর ১৯ নম্বর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে এক মিলনমেলায় চারাগুলো রোপণ করেন তাঁরা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে এই মিলনমেলায় সাবেক ১০ প্রধান বিচারপতিকে স্বাগত জানান বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বাসভবনের ইতিহাস সংবলিত ইংরেজি ও বাংলা ফলক উন্মোচন করেন তাঁরা।

মিলনমেলায় প্রধান বিচারপতির বাসভবনের আঙিনায় উন্নত জাতের ১১টি আমগাছের চারা রোপণ করা হয়। প্রথমে গোপালভোগ জাতের আমের চারা রোপণ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের ক্রম অনুযায়ী সাবেক ১০ জন প্রধান বিচারপতি চারা রোপণ করেন।

সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে মিলনমেলায় উপস্থিত ছিলেন এ টি এম আফজাল, কে এম হাসান, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মো. রুহুল আমিন, মো. তফাজ্জাল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম, এ বি এম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image