• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চতুর্থবারের মতো মিয়ানমারের দূত তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৯ পিএম
মিয়ানমারের দূত তলবে
পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে চতুর্থবারের মতো তলবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছিলেন ঢাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির দূত অং কিয়াউ মো।

সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে রোববার বেলা সাড়ে ১১টার পর হাজির হন দূত। সেখানে আধা ঘণ্টা ছিলেন তিনি।

ওই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক ডেস্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা।

বাংলাদেশ সীমান্তের ওপারে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাদের। এ লড়াইয়ের মধ্যে মিয়ানমার সেনাদের ছোড়া বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

সর্বশেষ শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।

এর আগে বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়, কিন্তু এরপরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্যে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ডেস্কের নিয়মিত মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুলও দেশে নেই। এ জন্য শনিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা সম্ভব হয়নি। রোববার বেলা ১১টায় তাকে ডাকা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image