
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের জন্য বিএনপির কাছে সাতটি তথ্য জানতে চেয়েছে ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বুধবার একটি চিঠির মাধ্যমে এসব তথ্য জানতে চেয়েছেন। এতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধ জানানো হয়।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনার পাঠানো এক আবেদনে ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির পত্রটি গৃহীত হয়েছে। সমাবেশের জন্য মতামত প্রদান ও জননিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে নিম্নলিখিত তথ্য জানা প্রয়োজন। প্রস্তাবিত সমাবেশ সম্পর্কিত নিম্নলিখিত তথ্য ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত লোকসমাগম বিস্তৃত হবে, সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে, সমাবেশ শেষ হবে কখন, কি পরিমাণ লোক সমাগম হবে, সমাবেশে বক্তব্য নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ২টি স্থানের নাম প্রস্তাবের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: