• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মাংসের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিকরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ পিএম
মাংসের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি
বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি‌র নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : গরু, খাসি ও পোল্ট্রি মুরগি দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চেয়েছে বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি‌।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ অনুমতি চায় সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।

এসময় লিখিত বক্তব্যে ইমরান হাসান বলেন, সাম্প্রতিক সময়ে মাছ, মাংস, ডিম আলু পেঁয়াজ সহ বাজারে বেশিরভাগ পণ্যের দাম লাগামহীন উর্ধ্বগতি হচ্ছে। চওড়া দ্রব্যমূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। মূল্যস্ফীতির কষাঘাতে পৃষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরে ৮ শতাংশের বেশি হারে মূল্যস্ফীতি হচ্ছে। গত জুন মাসেও মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৪ শতাংশ। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে রেস্তোরাঁ খাতে। 

তিনি বলেন, বেশিরভাগ রেস্তোরাঁ দৈনিক বিক্রি অনেকাংশে কমে গেছে। যা কিনা করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ খাতের জন্য, মরার ওপর খাবার ঘা এর মত। এ অবস্থায় কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জরুরী। তাই ভবিষ্যতে রেস্তোরা ব্যবসা বাংলাদেশে টিকে থাকার জন্য গরু ছাগল ও পোল্ট্রি ফার্মের মুরগির মাংস আমদানি করার অনুমতি প্রদান করতে হবে।

এছাড়াও নিত্যপণ্যের বাজারে বিদ্যমান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে দ্রব্যমূল্যের দাম কমানোর উদ্যোগ নেয়া ও টিসিবির মাধ্যমে রেস্ত রাখাতে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিতরণের দাবি জানান তিনি।

ইমরান হাসান বলেন, ট্যাক্স আদায়ের নামে মাঠ পর্যায়ে কিছু অসাধু কর্মকর্তার দ্বারা হয়রানি থেকেও নিস্তার চান উদ্যোক্তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি, যুগ্ম সচিব ফিরোজ আলম সুমন প্রমুখ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ আন্দালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image