জলঢাকা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আইডিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আইডিয়াল কলেজ হল রুমে কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম এ মান্নান (বি এ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাডঃ মমজাজুল হক।
সভায় বক্তব্য রাখেন কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ রশিদুল ইসলাম, প্রভাষক আনতাজুল ইসলাম, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য জাহিদ আনোয়ার, শিক্ষক রমজান আলী, প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য বলেন সম্পদ অর্জনের জন্য নয় আলোকিত ও শুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলাই হচ্ছে শিক্ষা। তোমরা সেই শিক্ষাই অর্জন কর যা তোমাকে সমাজে মাথা উচু করে থাকতে ও চলতে পারবে। তিনি বর্তমান সরকারের শিক্ষা বিস্তারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। এবং জেলা পরিষদ থেকে কলেজের উন্নয়নে বরাদ্দ প্রদান করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: