
নিউজ ডেস্ক: গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ সময় তিনি ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
মোদি মঙ্গলবার এ কথা জানিয়ে এক্স( সাবেক টুইটার) হ্যান্ডলে বলেন, ‘ ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন । পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি । জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ় ভাবে ইসরায়েলের পাশে রয়েছে । ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে । ’
২০১৭ সালে ইসরায়েল সফরের সময় থেকেই মোদির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । প্রকাশ্যে মোদিকে ‘ দোস্ত ’ বলেও সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী । বলেছেন ‘ বিপ্লবী নেতা’ও! ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় যৌথ বিবৃতিতে ‘ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ’ অঙ্গীকার করেছিল নয়াদিল্লি এবং তেল আবিব ।
শনিবার হামাসের রকেট হামলার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে নয়াদিল্লির দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি । তার পরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর এই অবস্থান নিয়ে ।
হামাস- ইসরায়েলের সংঘাতে সবশেষ প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৭৬৫ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন ৪ হাজারের বেশি ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: