• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৯ এএম
ইউএনডিপি)
ইবিতে ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ কর্মশালা

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

রবিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক  ড. রুহুল কে এম সালেহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত  ছিলেন সংগঠনটির আর এস এল অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান ও এএলটি বাংলাদেশ স্কাউটস অধ্যাপক তৌফিক আহমেদ তাপস। এছাড়া উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, ইউএডিপি ‘আমিও সুনাগরিক’ প্রজেক্টের ফ্যাসিলেটর রোভার সাব্বির হোসেন জয়, সিনিয়র রোভার মেট প্রতিনিধি (বাংলাদেশ স্কাউটস) ও কুষ্টিয়া জেলা রোভার মেহেদী হাসান, কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার মামুনুর রশীদ ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার অর্নব মাহমুদ।

কর্মশালার প্রথম পর্বে সাব্বির হোসেন জয় বৈশ্বিক নাগরিকত্ব, একজন বৈশ্বিক নাগরিকের বৈশিষ্ট্য সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দ্বিতীয় পর্বে এস এ এইচ ওয়ালিউল্লাহ সিভিক এডুকেশনের উপর বাংলাদেশের সংবিধান, মৌলিক নীতি, সুনাগরিকের দায়িত্ব সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।

কর্মাশালায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, ‘যারা স্কাউটিং করে তারা সমাজে মানবিক সেবা দিয়ে থাকে। আমাদের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদেরকেও সমাজে মানবিক সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে। আমরা প্রতিদিন ভালো কিছু চর্চা করি। ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলে জীবন হয়ে উঠবে অনেক সুন্দর।’

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদাণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image