• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে সিপিবির বিক্ষোভ ১২ মে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম
বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে
cpb logo

নিউজ ডেস্ক:   বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১২ মে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ওইদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ শেষে এই বিক্ষোভ করবে দলটি।

ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী মজুতদার সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি, দাম কমানো ও রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের মজুত গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

সোমবার সিপিবি’র সভাপতি মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, তেলসহ নিত্যপণ্য নিয়ে কারসাজির বিরুদ্ধে ও জনজীবনের স্বস্তি নিশ্চিত করতে উল্লিখিত দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখতে হবে। নিজের স্বার্থে দাবি আদায়ে সাধারণ মানুষকে রাজপথের বিক্ষোভে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image