
নিউজ ডেস্ক: পুনেতে শুরু হয়ে গেছে ভারত বনাম বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। চোটের কারণে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। তার বদলে খেলবেন ক্রিকেটার নাসুম আহমেদ।
এছাড়া আজ পেস বোলার তাসকিন আহমেদও খেলছেন না। তার বদলে খেলবে হাসান মাহমুদ। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছে ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। ভারতীয় দলে কোনো পরিবর্তন আনা হয় নাই। পাকিস্তানের বিরুদ্ধে যে দলটি নামানো হয়েছে তারাই খেলছে আজ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুউল্লাহ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: