• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯০ শতাংশ বৃদ্ধি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
ভারতে  করোনায় আক্রান্ত বৃদ্ধিতে আশংকা
করোনা বৃদ্ধির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় এক দিনের ব্যবধানে রেকর্ড সংখ্যক আক্রান্ত রোগীর সংখ্যা দেখল ভারত। দেশটি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। রোববার এ সংখ্যা ছিল ১ হাজার ১৫০ জন।

গতকাল রোববারের (১৭ এপ্রিল) তুলনায় সোমবার (১৮ এপ্রিল) সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ। এ সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন কোনো ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে।

২০ ফেব্রুয়ারির পর দিল্লিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

দেশটির কোভিড বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ০.৮৩ শতাংশ। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৪২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জন কেরালার। কেরাল সরকারের পক্ষ থেকে থেকে সঠিক তথ্য আসতে দেরি হয়েছে। সারা ভারতে এখনও পর্যন্ত মোট ১৮৬ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৩৫৫ জনের টিকাকরণ হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image