
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা বর্ষণে নদী ছড়ার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার (০৭ আগষ্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, কালাডেবাসহ চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া দীঘিনালার মাইনী নদী, মানিকছড়ির হালদা ছড়াসহ বিভিন্ন উপজেলার নদী, ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত শুরু হয়েছে।
খাগড়াছড়ি পৌর শহরে ১০ আশ্রয়কেন্দ্রসহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি থাকায় পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসতে মাইকিং চলছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: