• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্বকাপ জিতল মেসির আর্জেন্টিনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ এএম
মেসি
বিশ্বকাপ হাতে মেসি

নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপ ছিল নাটকীয়তায় ভরা। কে জানত বিশ্বকাপের ফাইনালটা হবে এমন। খেলায় সর্বোচ্চ গোল করে হিরো হলেন কিলিয়ান এমবাপে। অথচ কাপ জিতল মেসির আর্জেন্টিনা। এমন অনিশ্চয়তার খেলা দেখেনি ফুটবল বিশ্ব। কাতারে আর্জেন্টিনা বনাম ফ্রান্স খেলা হয়েছে সমানে সমানে।

খেলা দেখে এক পর্যায়ে মনে হয়েছিল ভাগ্যদেবী হয়ত ফ্রান্সের হয়ে খেলছেন। তা না হলে দুটো পেনাল্টি পাওয়া কি নিশ্চিত ছিল ফ্রান্সের ? প্রথম ৯০ মিনিট থাকে  ২-২ গোলে সমতা থাকে। খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে। তখন গোল করে বসেন সেই মেসি। তারপর আর্জেন্টিনার গোল বক্সে হাত লাগে মন্তিয়েলের। আর সেই সময় পেনাল্টি পায় ফ্রান্স। তাতে হ্যাট্রিক পূরণ করেন এমবাপে। ১৯৬৬ বিশ্বকাপের পর এবারই প্রথম দেখল কারো হ্যাট্রিক।

২-০ গোলে এগিয়ে থেকে ৮১ মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। শুধু ৮১ মিনিটই নয়, ঠিক এর পরের মিনিটে ফ্রান্স যেন আর্জেন্টিনার জয়ে উদযাপনে পেরেকে ঠুকলো। আবারও সেই নায়ক কিলিয়ান এমবাপে। 

খেলা গড়াল টাইব্রেকারে। ফ্রান্সের প্রথম শট নিলেন কিলিয়ান এমবাপে। বুলেট গতির শটে জালে ।

আর্জেন্টিনার প্রথম শট নিলেন লিওনেল মেসি। ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন উগো লরিস কিন্তু ঠেকাতে পারেননি।

ফ্রান্সের দ্বিতীয় শট নিলেন কিংসলে কোমান। ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন এমিলিয়ানো মার্তিনেস!

আর্জেন্টিনার দ্বিতীয় শট নিলেন পাওলো দিবালা। ডাইভ না দিলেই বল পেয়ে যেতেন লরিস। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেদিক দিয়ে জাল খুঁজে নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

ফ্রান্সের তৃতীয় শট নিলেন অহেলিয়া চুয়ামেনি চুয়ামেনি। তিনি মারলেন বাইরে।

আর্জেন্টিনার তৃতীয় শট নিলেন লেয়ান্দ্রো পারেদেস। তিনি খুঁজে নিলেন জাল। ৩-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ফ্রান্সের চতুর্থ শটে গোল করলেন রন্দাল কোলো মুয়ানি। টিকে থাকল ফরাসিদের আশা।

ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নিলেন গনসালো মনতিয়েল। বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠল আর্জেন্টিনা।

৩-৩ গোলে মূল ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতল আর্জেন্টিনা! অবসান হলো ৩৬ বছরের অপেক্ষার।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image