
এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়নে ভিডাব্লিউ,বি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ৩০শে মার্চ সকাল ১১ ঘটিকায় বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জনকে বিতারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, সচিব মাসুদুর রহমান, ট্যাগ অফিসার পিয়াস ইবনে হাবিব,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, আজগর-১ ও আজগর-২, রবিউল ইসলাম সহ প্রমুখগণ।
এছাড়াও ইউনিয়নের ভাতা ভোগীর সকল জনসাধারণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, ৩০ মার্চ ৩০ কেজি করে ৩০ কেজি ১ বস্তা করে মোট ৪০২ বস্তা চাল মোট ৯টি ওয়ার্ডের ৪০২ জনকে বিতারণ করা হয়েছে। মোট ৩০০ ভাতাভোগী কে উক্ত চাল বিতরণ করা হবে বাকিদের তদন্ত সাপেক্ষে বিতরণ করা হবে বলে জানান।
এ বিষয়ে ভাতা ভোগীদের নিকট জানতে চাইলে তারা জানান তারা ৩০ কেজির বস্তা এই মাসের ৩০ কেজি চাল পেয়ে খুবই খুশি এবং নিয়ম মেনে সুশৃংখলভাবে চাল বিতরণ অব্যাহত রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: