নিউজ ডেস্ক : আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারো সুবিধা মতো নির্বাচন হবে না বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বিএনপি নির্বাচন ঠেকাতে অশান্তি সৃষ্টিতে প্রস্তুত। আওয়ামী লীগও প্রস্তুত, অশান্তি সৃষ্টি করলে তার জবাব দেওয়া হবে বলে বলেছেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কখনই করেওনি। বিষয়টা এমন যে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, এই অপপ্রচার হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে। চীনের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের একটা ভূমিকা আছে।
সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র, ভারত বা কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার অর্থ এই নয় যে, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে। এমন উদ্ভট চিন্তা করি না আমরা।
আরও বলেন, সম্পর্ক ভালো না থাকলে আমাদের-ই ক্ষতি। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা আমাদের জন্য ভালো। তার অর্থ অন্যদের শত্রু হবো তা না। রাশিয়া, জাপানের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: