• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা  সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
বাকেরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা  সম্পন্ন

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল:  ২০০৮ সালের পর দীর্ঘ ১৩ (তের) বছর পার হয়ে  আবার উপজেলা সদরে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। 

এই বছরই প্রথম বুকলেট পেপার পদ্ধতিতে  পরীক্ষা  নেওয়া হয়। অর্থাৎ আলাদাভাবে কোন প্রশ্ন সরবরাহ করা  হয়নি। উত্তরপত্রের সাথে প্রশ্নের সংযোজন ছিল। 

এ বছর ২০২২ ইং সনে বাকেরগঞ্জ উপজেলায় মোট ৯৯০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ  করে। এর মধ্যে  ছেলে ৩৪৯ জন এবং মেয়ে ৬৪১ জন।

বাকেরগঞ্জ  উপজেলা  সদরে দুটি  কেন্দ্র  সরকারী  বালিকা বিদ্যালয়  ও জেএসইউ মডেল হাইস্কুলে পরীক্ষা  অনুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যন্ত এলাকার  স্কুলের শিক্ষার্থীদের নিয়া  পরীক্ষা  আরম্ভ  হওয়ায় ১ ঘন্টা  আগেই কেন্দ্রের বাইরে  ছিল  অবিভাবকদের উপচেপরা ভীড়।

উভয় কেন্দ্রের কেন্দ্র সচিবদের কক্ষে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক ভাবে পরীক্ষার প্রতিটি কক্ষের মনিটরিং করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image