
নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত মধুর। তবে দেশের কিছু গোষ্ঠী আছে যারা এই সম্পর্ক কে নষ্ট করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন এ কথা বলেন।
তিনি বলেন, আমরা স্বাধীনতা এনেছিলাম মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য । এজন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছে।পৃথিবীর কোথাও গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এতো অল্প সময়ে এতো মানুষ আত্মত্যাগ করেনি। আমরা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এতো বড় ত্যাগ স্বীকার করেছে।
আমেরিকা গণতন্ত্রে ও মানবাধিকারে বিশ্বাস করে, তাই আমেরিকার সঙ্গে বাংলাদেশের চিন্তার মিল আছে বলেও জানান ড. মোমেন বলেন। তিনি আরো বলেন, নীতিগতভাবে আমাদের দুইদেশের মধ্যে মিল রয়েছে। তবে তাদের কোনো কোনো ব্যক্তিবিশেষ হয়তো আমাদের উন্নয়ন পছন্দ করছেন না, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: