
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। উপকার ভোগীদের মাঝে প্রতি কার্ড ধারীর জন্য ৩০কেজির (৩ বস্তা) করে চাল বিতরণের উদ্বোধন করেন জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী ডিজিটাল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের পক্ষে ইউনিয়ন সচিব মাছুদুর রহমান সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও ওয়ার্ড সদস্য সদস্যা গন উপস্থিত ছিলেন।
২০ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ১২০৬ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ১২০৬ জন উপকারভোগীর মাঝে বিতারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাসুদুর রহমান, জান্নাতুন ফেরদৌস শিমা সহকারী কৃষি কর্মকর্তা বিরামপুর উপজেলা,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, আজগর-১, আজগর-২রবিউল ইসলাম, ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেনসীআরা বেগম ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছা:আরিফুননা বেগম সহ প্রমূখ গন। ইউনিয়নের সকল ভাতা ভোগীর উপস্থিতিতে ১২০৬ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ১২০৬ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: