আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী টাইফুন তালিম চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। ওই অঞ্চল থেকে ২ লাখ ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
দেশটির দক্ষিণাঞ্চলের গুয়ানডং প্রদেশে সোমবার ( ১৭ জুলাই) এই টাইফুন আঘাত হানে।
বিবিসির প্রতিবেদনে জানায়,এ বছরে চীনে চারবার আঘাত হানল টাইফুন। তালিম স্থানীয় সময় ১০টা ২০ মিনিটের দিকে আঘাত হানে। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার।
এই শক্তিশালী ঝড় উপকূলে আঘাত হানার সময় প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হয় এবং এর জেরে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করেছে কর্তৃপক্ষ।
ভিয়েতনাম জানিয়েরঝ, কুয়াং নিন এবং হাই ফং থেকে তারা প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে। এই দুটি এলাকা টাইফুন তালিমের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বাভাস ছিল।
চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তারা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। চার-স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।
আরও বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: