
নিউজ ডেস্ক: মাদক, সমকামিতা ও দুর্নীতি বিস্তারের মতো যেকোনো অপরাধ কঠোর হাতে দমনের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়,নির্বাচনের মাত্র ৭ দিন আগে ইস্তাম্বুলে বিশাল প্রচারণায় অংশ নেন এরদোগান। বিরোধী নেতা কিলিক দারোগলুকে মদ্যপ আখ্যা দিয়ে বলেন, এসব নেতা ক্ষমতায় গেলে মাদকের বিস্তার বাড়বে তুরস্কে। যা ধ্বংস করে দেবে যুব সমাজকে। কামাল আতাতুর্কের দল- সিইপির প্রধানের বিরুদ্ধে সমকামিতার অভিযোগও আনেন এরদোগান। বলেন, সিইপি এবং গুড পার্টি দুই দলেরই লক্ষ্য ক্ষমতায় এসে সমকামিতাকে প্রতিষ্ঠিত করা। এ সময় তরুণদের এই দলগুলোর প্রতি ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, কামাল আতাতুর্কের দল সিইপি, বিরোধী দল গুড পার্টি এই দলগুলোর লক্ষ্যই সমকামিতা প্রতিষ্ঠা করা। সমকামিতার মতো জঘন্য একটি অপরাধ অনাচার ছড়িয়ে পড়বে তুরস্কে এটা এ দেশের জনগণ চায় না। আর বিরোধী দল গুড পার্টির প্রধান সব সময়তো মদ পানের ওপর থাকেন।
ঢাকানিউজ২৪.কম / এস
আপনার মতামত লিখুন: