
নিউজ ডেস্ক : গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী একাধারে সাংবাদিক ও লেখক কিশোরী পদ দেব শ্যামল গতকাল রাত ১২:৫৩ মিনিটের সময় মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কিশোরী পদ দেব শ্যামলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কিশোরী পদ দেব শ্যামন অত্যান্ত সৎ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ।
তিনি সবসময় মেহনতী মানুষের হয়ে কাজ করে গেছেন দেশের এই সংকটময় মুহূর্তে তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: