• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রংপুর মেরিন একাডেমি পরিদর্শন করলেন : প্রতিনিধি দল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৯ পিএম
রংপুর মেরিন একাডেমি পরিদর্শন
প্রতিনিধি দল

বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জস্থ বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন বিদেশী জাহাজ মালিকদেও একটি প্রতিনিধি দল । গত শনিবার প্রতিনিধি দল গার্ড অব অনার এবং মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগের পর মেরিন একাডেমি রংপুরের ক্যাডেটদের  প্রশিক্ষণ পদ্ধতি, সুবিধাদি ও পরিবেশ সম্পর্কে খোজ-খবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ প্রতিনিধি দলের সদস্যরা হলেন চায়নার সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড এবং সীকন শীপস ম্যানিং সেন্টার এর প্রতিনিধি ঈধঢ়ঃধরহ ডঁ ডবর এবং বাংলাদেশ নাবিক রিক্রটিং কোম্পানি মেরিন হাইভ এর চেয়ারম্যান ও সিইও ক্যাপ্টেন সামছুল আলম খান। এতে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার, (জি), পিএসসি, বিএন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট একাডেমির ক্যাডেটদের সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানীতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি নিয়োগের বিষয়ে সফররত প্রতিনিধিদ্বয়ের সাথে  দ্বি-পাক্ষিক আলোচনা হয়। ক্যাডেটদের প্রশিক্ষণ পদ্ধতি, সুবিধাদি ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সুবিধাদি সম্পর্কে তাদের ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন।

মেরিন হাইভ কোম্পানীর সফররত প্রতিনিধি ক্যাপ্টেন সামছুল আলম খান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর ০৩জন নটিক্যাল ও ০৩জন ইঞ্জিনিয়ারিংসহ সর্বমোট ০৬ জন ক্যাডেট বিভিন্ন শীপস ম্যানেজমেন্ট কোম্পানীতে নিয়োগ প্রদানের ঘোষণা প্রদানকরেন। একই সাথে সীকন শীপস ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি ঈধঢ়ঃধরহ ডঁ ডবর সাফল্যজনক প্রশিক্ষণ সমাপ্তিতে ১০ জন নটিক্যাল এবং ১০ ইঞ্জিনিয়ারিং ক্যাডেট রিক্রুটিং করবেন বলে ঘোষণা প্রদান করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image