• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে হামলার প্রতিবাদে আ.লীগের মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৬ পিএম
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে হামলার প্রতিবাদ
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে হামলার প্রতিবাদে আ.লীগের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ।বৃহস্পতিবার (১৬ জুন)দুপুরে সদরে অবস্থিত বিজয় চত্ত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলা আ.লীগ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সদর ইউনিয়নের সভাপতি ইব্রাহীম কামাল ডিআইয়ের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিরেন্দ্রনাথ রায়, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম বারী, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিত কুমার সিংহ রায়,মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবলু খাঁন লোহানী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

গত শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, উপজেলা ছাত্রলীগ,যুবলীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ ফজলুল হক মনির ছবি,মোটরসাইকেল,আসবাবপত্র ও একটি রেষ্টুরেন্ট ভাংচুর করেন দুর্বৃত্তরা।

প্রতিবাদে গত সোমবার আওয়ামী পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল।

ঢাকানিউজ২৪.কম / মহিনুল ইসলাম সুজন/কেএন

আরো পড়ুন

banner image
banner image