বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বেপরোয়া সাকুরা পরিবহনের বাসচাপায় মো. মানিক হাওলাদার (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মানিক হাওলাদার কাশিপর চহএতপুর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, বিমানবন্দর থানাধীন গরীয়ারপার এলাকায় সকাল ৯টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের চাপায় নিহত হন পথচারী। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও পালিয়েছেন বাসের চালক, হেলপার।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বরিশালটাইমসকে বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল গামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মানিক হাওলাদার নামের একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করলেও পালিয়েছেন বাসের চালক, হেলপার। তবে তাদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: