
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউএসজিএস'র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে নিউজিল্যান্ডে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৭.১। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় সংবাদ সংস্থা।
গত ৪ মার্চ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: