• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাটমোহরে সমলয়ে চাষের মাধ্যমে আমন ধানের চারা রোপণ শুরু 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৭ পিএম
চাটমোহরে আমন ধানের চারা রোপণ শুরু 
সমলয়ে চাষ

হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন (উফশি) ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে বিনাধান-১৭ এর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্য রোপণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নেসর ভাদরা ব্লকে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুর ১২টায় চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠাসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ। বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.জামাল উদ্দিন, বগুড়ার আঞ্চলিক অফিসের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ,মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহ আলম,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,কৃষক মামুনুর রশীদ প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ। 

পরে অতিথিবৃন্দ সমলয়ে চাষাবাদ প্রকল্পে রাইস ট্রান্সপ্লাটারের মাধ্যমে ৫০ একর জমিতে রোপা আমন (উফশী) ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image