• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৩২৬


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
মাহসা আমিনির মৃত্যু ঘিরে
ইরানে হিজাববিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মানবাধিকার সংস্থা শনিবার জানিয়েছে, মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানে হিজাববিরোধী বিক্ষোভ দমন করার সময় নিরাপত্তা বাহিনীর হাতে ৩২৬ জন নিহত হয়েছেন।

হিজাব না পরায় ইরানের মোরালিটি পুলিশের হাতে আটক হন কুর্দি তরুণী মাহসা আমিনি। আটকের তিনদিন পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভে পশ্চিমাদের উসকানির বিষয়টিও উঠে আসে।

নারীদের পোশাক পরার নিয়ম বাধার কারণে এ বিক্ষোভ শুরু হয়। এটি ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বিক্ষোভে রূপ নেয়।  

ওসলো ভিত্তিক আইএইচআর তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভে অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৪৩ জন শিশু ও ২৫ জন নারী রয়েছেন।

গত ৫ নভেম্বর মানবাধিকার সংগঠনটি যে তথ্য প্রকাশ করেছিল তার চেয়ে ২২ জন বেশি মানুষ বিক্ষোভে নিহত হন।

আইএইচআর জানায়, সিস্তান-বেলুচিন্তান প্রদেশে অন্তত ১২৩ জন নিহত হন। আর বেশিরভাগ লোক নিহত হন গত ৩০ সেপ্টেম্বর।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image