• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে উচ্চ শিক্ষায় এগিয়েছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে উচ্চ শিক্ষায় এগিয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে উচ্চ শিক্ষায় অনেক এগিয়ে গেছে কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গবেষকবৃন্দ এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেছে। আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে আমাদের গবেষণা যে পর্যায়ের সেটা অনুযায়ীই র‌্যাঙ্কিং হয়ে থাকে।

তিনি আরো বলেন, 'ডিজিটাইজেশনে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। প্রতিনিয়ত এই বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরো ছড়িয়ে দিতে পারে।'

সোমবার (১৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগীয় অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া। এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image