
নিউজ ডেস্ক : গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোস্তফা মোহসীন মন্টু’র সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর বৈঠকে নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়, অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবি ও গণবিরোধী একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ এবং অবিলম্বে এই অবৈধ তফসিল বাতিলের দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর ২০২৩, (রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) দেশব্যাপী হরতাল ঘোষণা করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব মোঃ আবদুল কাদের।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: