• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফটিকছড়িতে পাহাড় কাটার সময় মাটি ধসে কিশোরের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
ফটিকছড়িতে পাহাড় কাটার সময় মাটি ধসে কিশোরের
মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলার উদালিয়া চা বাগানে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে সজল দাশ(১৫) নামে এক কিশোর চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

শুক্রবার বিকালে উদালিয়া চা বাগানের কালাপানি এলাকায় চা বাগান ম্যানেজার জাহাঙ্গীর আলমের নির্দেশে ৪ কিশোর শ্রমিক পাহাড় কাটতে যায়। ঝুঁকি নিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট উঁচু পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে তারা। ঘটনাস্থলেই সজল দাশ নামে এক কিশোর চা শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক বাগানের কালাপানি এলাকার মৃত বিশ্বজিৎ দাশের পুত্র। 

এঘটনায় গুরুতর আহত অবস্থায় বিজয় রায়(১৪), চন্দন দাশ(১৫) ও জনি দাশ(১৭) নামে আরও তিন কিশোর শ্রমিক'কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন উদালিয়া চা বাগান বিট পুলিশের সহকারী উপ-পরিদর্শক মাইনুদ্দিন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image