নিউজ ডেস্ক : আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর অংশের উদ্বোধনের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর নতুন তারিখ ধরা হয়েছে।
শুক্রবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত সরকার ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: