• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৯


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
যুক্তরাষ্ট্রে ১দিনের ব্যবধানে
বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ ঘণ্টার ব্যবধানে লস অ্যাঞ্জেলসে হামলার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে ফের বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছেন।

এর আগে শনিবার লস অ্যাঞ্জেলসে বন্দুক হামলা ঘটে। ঐ হামলায় ১১ জন নিহত হয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩টি আলাদা স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

সান ফ্রান্সিসকোর দক্ষিণে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র খামারে দুটি কন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে। হাফ মুন বে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিমি) দক্ষিণে।

সেখানে নিহতের সংখ্যা আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। তবে সান মাতেও কাউন্টি শেরিফ টুইট করে বলেছেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। 

তিনি জানান, সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নতুন করে হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এবিসি৭-এর খবরে বলা হয়েছে, মাউন্টেন মাশরুম ফার্মে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। কাছের একটি স্থানে রাইস টাকিং-সয়েল ফার্মে তিনজন মারা গেছে। সর্বশেষ গণমাধ্যমটি জানায়, ৭ জন নিহত হয়েছেন।

আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি হামলার খবর পাওয়া গেছে। এতে দুই শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

এএফপি ডেস মইনিস পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছে, ৩ জনের মধ্যে হাসপাতালে নেয়ার পর ২ শিক্ষার্থী মারা গেছে। আরেকজন স্কুলের কর্মচারী। তার অবস্থাও গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে পর পর বন্দুক হামলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

দেশটির পরিংসখ্যান বলছে, গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৬৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালে বন্দুক হামলায় মারা গেছে ৪৪ হাজার এবং অধিকাংশই ছিল আত্মহত্যার ঘটনা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image