• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে সাফল্যের আশা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
প্রথম ওষুধের ট্রায়ালে সাফল্যের আশা 
এডিস মশাবাহিত ডেঙ্গু

নিউজ ডেস্ক : প্রাণঘাতী রোগ ডেঙ্গুর চিকিৎসার প্রথম ওষুধে সাফল্য পাওয়া গেছে। শুক্রবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবছরই বিভিন্ন দেশে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। এডিস মশাবাহিত এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও এবার আশার খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন।

প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখা জ্যানেসেনের প্যাথোজেন বিভাগের গবেষক মার্নিক্স ভ্যান লুক বলেন, তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে এতে তারা সন্তোষজনক ফলাফল পেয়েছে।

প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হলেও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে জানা যাবে ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরনে এ ওষুধ কার্যকর কিনা। এরপর আরও একটি ট্রায়াল হবে বলেও জানানো হয়। তবে কবে নাগাদ ডেঙ্গুর ওষুধের ট্রায়াল শেষ হবে তা এখনও জানা যায়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image