
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঝিনাইগাতীতে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪মে) সকাল ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওইখানে এসে শেষ হয়।
দুই দিনব্যপী এ মেলায় উপজেলার সরকারী-বেসরকারী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে শিশুতোষ বিষয়ে বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: