
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর ফজলুল করিম কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আবু হানিফ সরকার এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোঃ জানে আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আবু সাঈদ।
এ সময় নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মোঃ হারুনুর রশীদ। শপথ বাক্য পাঠ শেষে হারুনুর রশীদ বলেন, ভোটাররা আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন তা পালন করবেন। সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবেন। তাদের জীবন মান উন্নয়নে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যগন, সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্মকর্তারা।
এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যাবসায়ী সমিতির প্রচার সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন। সহযোগিতায় ছিলেন মোঃ জিয়াউল হক জিয়া ও মোঃ মোরশেদ আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের মোঃ ফরিদ মিয়া, মোঃ শাহিন আলম, মোঃ দুলাল চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, মোঃ জিয়াউল হক জিয়া, মোঃ রাসেল রহমান, মোঃ শামীম শাহ্, মোঃ জসিম তালুকদার, মোঃ মীর রোকন সেন্টু, মোঃ মোরসালিন খন্দকার, মোঃ কাইয়ুম চৌধুরী, খন্দকার বিল্লাল হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন সজিব, মোঃ উজ্জ্বল আহম্মেদ, মোঃ মিয়া শরিফ, মোঃ মোরশেদ আলী, মোঃ হাজী মোঃ মাসুম, মোঃ মীর রায়হান, মোঃ ইয়াসিন মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ কাউসার আহম্মেদ সহ বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীরা।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: