• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফুলবাড়ীতে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে
ফুলবাড়ীতে মানববন্ধন

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরফুদ্দিন (এস ইউ) উচ্চা  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক চাকুরির প্রলভোন দেখিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ এনে মানববন্ধন করেন ভুক্তভোগী ১০টি পরিবারে লোকজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ১১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে অবস্থিত সরফুদ্দিন (এস ইউ) উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সকল ভুক্তভোগীদের পক্ষে মোঃ মঞ্জুরুল হক বলেন, বিদ্যালয়ের আয়া পদে ৪ জনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ও অন্যান্য পদের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা মোট ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছে  প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। তার বাড়ীতে গেলে তার স্ত্রী বলে সবার টাকা পরিশোধ করে দেওয়া হবে বলে তারিখ দেয়। কিন্তু তারিখ শেষ হলে সে আবার তারিখ দেয় এই নিয়ে প্রায় ২ বছর অতিবাহিত হয়ে গেলো। আজ মানববন্ধনের মাধ্যমে আমরা চাই প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে বিষয়টি সুষ্ঠু সমাধান হউক। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরারব একটি অভিযোগ পত্র তুলে দেন ভুক্তভোগীর পরিবারের লোকজন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image