• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আফগানিস্তানে খোলা মাঠসহ রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৫ পিএম
আফগানিস্তানে
খোলা মাঠসহ রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : হেরাতের আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক বিভাগের সহকারী কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির জানান, হেরাতের যেসব রেস্তোরাঁ ও খোলা মাঠে পুরুষের প্রবেশাধিকার রয়েছে, সেগুলোতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোতে নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর সিদ্ধান্ত নিয়েছেন তালেবান কর্মকর্তারা।

সোমবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, এ নিষেধাজ্ঞা কেবল হেরাত প্রদেশে খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

হেরাতে নৈতিকতা বিষয়ক বিভাগের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, এসব জায়গা আসলে পার্কের মতো। এগুলোকে রেস্তোরাঁ নাম দিয়ে চালানো হচ্ছে। সেখানে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করছেন। এখন এগুলোর নাম সংশোধন করা হয়েছে। নারী ও পুরুষ একসঙ্গে যান এমন পার্কগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়াও তালেবানরা ষষ্ঠ শ্রেণির পর নারীদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image