• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে অবৈধভাবে নদীরচরের মাটি কাটায় জরিমানাসহ আটক ৫


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
বাকেরগঞ্জে অবৈধভাবে নদীরচরের মাটি কাটায়
জরিমানাসহ আটক ৫

বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল:  বাকেরগঞ্জে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে চরের মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলেন শাহিন গোলদার (৩০), কবির সানা, আসাদ গাজী (৩৫), শহিদুল সরদার (৪৫) ও জিয়ারুল গোলদার (৩০)।

সোমবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ জরিমানা করেন।

জানা যায়, সরকারি আদেশ অমান্য করে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

অভিযানে তিনি উপজেলার সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / মোঃ জাহিদুল ইসলাম /কেএন

আরো পড়ুন

banner image
banner image