
বাকেরগঞ্জ প্রতিনিধি, (বরিশাল) : বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন।
বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।
১৩ নভেম্বর (সোমবার) বেলা ১১ টায় বরিশাল জেলা পুলিশ সুপার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়া ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করেন।
এর আগে উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপস্থিত হলে পুলিশ সুপারকে ট্রাফিকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের কাজ আরও সহজতর করবে এবং সেবার মান আরও উন্নততর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মেহেদী হাসান, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: