• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫২ পিএম
ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ডি' ইউনিটের (ধর্মতত্ত) ভর্তি  পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতি ৯৪.৪১ শতাংশ। স্নাতক সম্মান ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ পরিক্ষা গুচ্ছ পদ্ধতির বাইরে স্বতন্ত্রভাবে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

সোমবার (৫ জুন) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর মোট ৩২০টি আসনে পরীক্ষার্থী আবেদন করেছে ২ হাজার ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা।

ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত¡ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, এর আগে প্রত্যেকবারই পরীক্ষার ফলাফল আমরা রাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো। কোনো কারণে না হলে তখন সকালে প্রকাশ করা হবে।'

প্রসঙ্গত, ধর্মতত্ত¡ অনুষদের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি 'ডি' ইউনিটের আওতাভুক্ত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image